• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


কিশোরগঞ্জে হাওরে নৌকাডুবে ৩ জন নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ জুন ২০২২, ০৮:২৪

কিশোরগঞ্জে হাওরে নৌকাডুবে ৩ জন নিখোঁজ

কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে তিনজন নিখোঁজ রয়েছেন। সোমবার (১৩ জুন) সকালে উপজেলার বড়িবাড়ি ইউনিয়নে এনশহিলার হাওরে এ ঘটনা ঘটে।

রাতে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী বিষয়টি নিশ্চিত করেছেন।

বড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছাত্তার ও কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবুজর গিফারী জানান, হাওরে জাগ দেওয়ার জন্য গাছের ডালপালা নিয়ে সকালে একটি নৌকায় করে জেলার তাড়াইল উপজেলার দামিহা এলাকা থেকে ইটনার সদর ইউনিয়নের বেতেগার উদ্দেশ্যে যাত্রা করেন পাঁচজন। বড়িবাড়ী ইউনিয়নের এনশহিলার হাওরে নৌকাটি পৌঁছালে প্রবল বাতাসের মুখে পড়ে। বাতাসের তীব্রতায় নৌকাটি উল্টে যায়। এ সময় দুইজন সাঁতরে পাড়ে ওঠে যান। কিন্তু তিনজন তলিয়ে যান।

খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের চার সদস্যের একটি দল বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে আসে। ডুবুরি দল রাত সাড়ে ৮টা পর্যন্ত অভিযান চালিয়েও তাদের কোনো খোঁজ পায়নি। রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান বন্ধ করে দিয়েছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার (১৪ জুন) সকালে আবার উদ্ধার অভিযান শুরু হবে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top