• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


পাগলা মসজিদের দানবাক্সে সাড়ে ১৬ বস্তা টাকা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ জুলাই ২০২২, ০৩:৫৪

পাগলা মসজিদের দানবাক্সে সাড়ে ১৬ বস্তা টাকা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছে। শনিবার (২ জুলাই) মসজিদের আটটি দানবাক্স খুলে সাড়ে ১৬ বস্তা টাকা পাওয়া গেছে। এখন চলছে টাকা গণনার কাজ। নগদ টাকা ছাড়াও দানবাক্সে পাওয়া গেছে সোনা-রুপার গহনা ও বিভিন্ন দেশের মুদ্রা।

এর আগে, গত ১২ মার্চ দানবাক্সগুলো খোলা হয়েছিল। তখন ৩ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার টাকা পাওয়া গিয়েছিল। তার আগে, গত বছরের ৬ নভেম্বর দানবাক্স খুলে পাওয়া যায় ৩ কোটি ৭ লাখ ১৭ হাজার ৫৮৫ টাকা। প্রতি তিন মাস পরপর এসব বাক্স খোলার রেওয়াজ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এই মসজিদে মানত কিংবা দান করলে মনের আশা পূর্ণ হয়। এমন ধারণা থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এখানে দান করে থাকেন। এভাবে পাগলা মসজিদের খ্যাতি সারা দেশে ছড়িয়ে পড়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, ‘পাগলা মসজিদে দানকৃত অর্থ দিয়ে একটি দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স তৈরি করা হবে। যেখানে ৬০ হাজার নারী-পুরুষ নামাজ পড়তে পারবেন।’

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top