• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


রংপুর বিভাগীয় সদর দপ্তরে অগ্নিকাণ্ড

রংপুর থেকে | প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২২, ১০:৩৬

রংপুর বিভাগীয় সদর দপ্তরে অগ্নিকাণ্ড

রংপুর বিভাগীয় সদর দপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর হাজিরহাট এলাকায় অবস্থিত বিভাগীয় সদর দপ্তরে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে দুটি ইউনিট কাজ করেছে।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের রংপুর বিভাগীয় উপ-পরিচালক জসিম উদ্দিন জানান, বিভাগীয় সদর দপ্তরের পূর্ব দিকে সীমানা প্রাচীর ঘেঁষে পেছনে নির্মাণাধীন একটি ভবনে বৈদ্যুতিক সংযোগের তার নেওয়া হয়েছে। সেই সংযোগ থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যম আগুনের সূত্রপাত হয়।

তিনি আরও বলেন, আগুন ছড়িয়ে পড়ার আগেই সদর দপ্তরের লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়েছেন। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আগুন নেভাতে দুটি ইউনিট কাজ করেছে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। তিনি ঘটনাস্থলে থাকা কর্মকর্তাদের বৈদ্যুতিক সংযোগের তারসহ শর্টসার্কিটের কারণ খতিয়ে দেখার নির্দেশ দেন।

রংপুর বিভাগীয় সদর দপ্তরে বিভাগীয় কমিশনারের কার্যালয়, পুলিশের রেঞ্জ ডিআইজির কার্যালয়সহ বিভিন্ন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কার্যালয় রয়েছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top