• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


জমাজমি সংক্রান্ত বিরোধের হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২২, ০৩:১৪

জমাজমি সংক্রান্ত বিরোধের হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

জয়পুরহাটে জমাজমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূ হাছিনা হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদেরকে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৩০ অক্টোবর) দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ নূর ইসলাম এ রায় ঘোষণা করেন। আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্তরা হলেন- জয়পুরহাটে ক্ষেতলাল উপজেলার সুতরাইল গ্রামের মৃত আ. ছালামের ছেলে দুলাল হোসেন ও আওলাদ হোসেন।

মামলার বিবরণে জানা গেছে, সুতরাইল গ্রামের কোরবান আলী সরদারের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছিল আসামিদের। এরই জেরে ২০০৮ সালের ২ অক্টোবর দুপুরে কোরবান আলীর বড় ছেলে কোব্বাত ও ছোট ছেলে মুমিনের স্ত্রী হাছিনাকে মারধর করেন আসামিরা। ওই রাতে হাছিনা খাওয়া দাওয়া করে ঘুমাতে গেলে আসামিরা হাছিনার ঘরে প্রবেশ করে এবং তাকে গলা টিপে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় ৩ অক্টোবর হাছিনার শ্বশুর ক্ষেতলাল থানায় মামলা করেন। ২০০৯ সালের ২৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল হান্নান। দীর্ঘশুনানি শেষে রোববার দুই আসামির বিরুদ্ধে রায় দেন বিচারক।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top