• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান দোকানে, আহত ৩

শাকিল খান | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৩, ১৮:১৭

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ- রাজশাহী মহাসড়কে মুরগির বাচ্চাবাহী কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে শাহনেয়ামতুল্লাহ কলেজ মার্কেটের দোকানে ঢুকে পড়েছে। পরে ‘জরুরি সেবা’ ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ আহত ৩ জনকে উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটা ঘটেনি।

মঙ্গলবার (০৪ এপ্রিল) ভোর পৌনে ৩টার দিকে ঘটে এ দুর্ঘটনা।  এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক, সহকারী ও একজন কর্মচারী আহত হয়েছেন। চালকের সহকারীর অবস্থা গুরুতর।

দোকান মালিক ইসমাইল জানান, শহরের শান্তিমোড়ের দিক থেকে মুরগির বাচ্চা বোঝাই কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা দোকানের সার্টার ভেঙে ঢুকে পড়ে। পরে ৯৯৯ নাম্বারে ফোন দিলে পুলিশ এসে আহতদের দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, চালক চলন্ত অবস্থায় ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটতে পারে। আর ঘটনাটি দিনের বেলায় ঘটলে জনবহুল এলাকা হওয়ায় হতাহতের ঘটনা ঘটতে পারত।

সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, এ ঘটনায় কাভার্ড ভ্যানচালক, সহকারী ও কাজি ফার্মের বিপণন কর্মচারী আহত হয়েছেন। তবে চালকের সহকারীর অবস্থা গুরুতর। আহতদের নাম, ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top