• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ব্রিজের মালামাল চুরির মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

শাকিল খান | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৩, ১৮:৪৮

বরগুনার বেতাগীতে ইউনিয়ন পরিষদের পুরোনো মালামাল চুরির ঘটনায় শাওন মৃধা নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মোকামিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। গ্রেফতারকৃত শাওন একই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বাবুল মৃধার ছেলে।

শুক্রবার (১৪ এপ্রিল) রাত ১০টার দিকে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ব্রিজের বেশকিছু পুরোনো মালামাল মোকামিয়া বাজারে রাখা ছিল। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দিনগত মধ্যরাতে ওই মালামাল চুরির ঘটনা ঘটে। পরে ইউপি চেয়ারম্যান গতকাল (১৪ এপ্রিল) সকালে চুরি হওয়া মালামাল উদ্ধারের জন্য বেতাগী থানায় লিখিত অভিযোগ করেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে মোকামিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাওন মৃধা ও মতি হাওলাদার নামের এক ভাঙারি ব্যবসায়ীকে আটক করে পুলিশ। প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে শুক্রবার রাতে প্রাথমিকভাবে চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয়। পরে তাদের বিরুদ্ধে চুরির মামলা দিয়ে গ্রেফতার দেখানো হয়।

মোকামিয়া ইউনিয়নের চেয়ারম্যান গাজী জালাল আহম্মেদ বলেন, ইউনিয়ন পরিষদের হেফাজতে থাকা সরকারি পুরোনো ব্রিজের মালামাল চুরি হয়েছে। এজন্য থানায় অভিযোগ দিয়েছিলাম। পরে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বেতাগী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, চুরির সঙ্গে সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া যাওয়ায় আটক দুজনকে গ্রেফতার দেখানো হয়েছে। শনিবার তাদের আদালতে পাঠানো হবে।

 

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top