• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


একসঙ্গে ৪ কন্যাসন্তানের জন্ম, চিন্তিত বাবা

শাকিল খান | প্রকাশিত: ১০ মে ২০২৩, ১৭:২৩

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় কল্পনা খাতুন নামে এক নারী একত্রে চার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আঁখি তারা জেনারেল হাসপাতালে তিনি একসঙ্গে চার সন্তান প্রসব করেন।

একসঙ্গে চার সন্তানকে দেখে সবাই খুশি হলেও ক্লিনিকের বিল পরিশোধের চিন্তায় কপালে ভাঁজ পড়েছে দিনমজুর বাবা মাহবুবুর রহমানের। তার ঘরে নাঈম নামে দশ বছরের এক ছেলেসন্তানও রয়েছে।

মাহবুবুর রহমান বলেন, আমি রাজমিস্ত্রির সঙ্গে শ্রমিক হিসেবে কাজ করি। যেদিন কাজ থাকে সেদিন ৪০০ টাকা পাই। আর যেদিন কাজ থাকে না সেদিন কোনো টাকা পাই না। এ অবস্থায় চার সন্তানের মুখ দেখে খুব খুশি হয়েছি কিন্তু ক্লিনিকের বিল ২০ হাজার টাকা কেমনে পরিশোধ করব ভেবে পাচ্ছি না। আমার কাছে যা টাকা ছিল সিজার করার আগে ওষুধ ও বিভিন্ন সামগ্রী কিনতেই শেষ হয়ে গেছে। আমার স্ত্রীর অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে।

আঁখি তারা জেনারেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. তরিকুল ইসলাম বলেন, আমার প্রতিষ্ঠানে অস্ত্রোপচারের মাধ্যমে এক নারী চার কন্যাসন্তান জন্ম দিয়েছেন। চারজনই সুস্থ আছে। প্রসূতির রক্তক্ষরণ হচ্ছে। চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান মিলন বলেন, চার কন্যাসন্তান আমার তত্ত্বাবধানে আছে। তারা কিছুটা অপুষ্ট। অক্সিজেন ছাড়াই বর্তমানে সুস্থ রয়েছে। তাদের মায়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে বলে জেনেছি।

তিনি আরও বলেন, এর আগে যমজ শিশু দেখেছি। একসঙ্গে তিন শিশুর জন্মগ্রহণ খুব কম হয়। তবে একসঙ্গে চার সন্তানের জন্ম আমার জীবনে এই প্রথম দেখলাম।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top