• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


মালয়েশিয়া যাওয়ার পথে টেকনাফে দালালসহ ১৯ রোহিঙ্গা আটক

শাকিল খান | প্রকাশিত: ২৭ মে ২০২৩, ১৮:২৬

ছবি: সংগৃহীত

মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে কক্সবাজারের টেকনাফ থেকে ১৯ জন রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। এ সময় পাচারে জড়িত থাকায় ৪ জন দালালকে আটক করা হয়।

শুক্রবার (২৬ মে) রাত সাড়ে ১১টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়ার একটি বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত দালালরা হচ্ছেন- হাজেরা (৫০), জামাল (৩৮), জাহিদ (৩০), ইউনুছ (২৪)। এবং আটক হওয়া রোহিঙ্গাদের মধ্যে ৬ জন নারী, ৬ জন পুরুষ, ৭ জন শিশু রয়েছেন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, রাতে ১৯ জন মালয়েশিয়া পাড়ি জমানোর জন্য সাগর তীরে অপেক্ষা করছিল। এ গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে একটি দল অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। এ সময় পাচারে জড়িত থাকায় ৪ দালালকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধার রোহিঙ্গাদের মালয়েশিয়া পাচারের উদ্দেশে জড়ো করা হয়েছিল। এ ঘটনায় জড়িত মানবপাচারকারি চক্রের ৪ দালালকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আর উদ্ধার হওয়া রোহিঙ্গাদের আইনি প্রক্রিয়া শেষে স্ব-স্ব ক্যাম্পের ক্যাম্প ইনচার্জদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান আব্দুল হালিম।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top