• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


পদযাত্রায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

শাকিল খান | প্রকাশিত: ১৮ জুলাই ২০২৩, ২২:২২

ছবি: সংগৃহীত

রাজবাড়ীতে পদযাত্রাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন করে আহত হয়েছে। আজ মঙ্গলবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে জেলা শহরের আজাদী ময়দান এলাকার এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৮ জুলাই) রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কেন্দ্রঘোষিত পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে সাবেক জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও নাসিরুল হক সাবু অনুসারীরা পার্টি অফিসে ঢোকার চেষ্টা করেন। এ সময় সালমা হোটেলের সামনে বাধা দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আসলাম মিয়ার অনুসারীরা। পরে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রুপ। এ সময় লাঠি-ইটপাটকেলের আঘাতে জেলা বিএনপির নেতা আফসার আলী সরদার, আবুল হোসেন গাজী, সাবেক ছাত্রদল নেতা তুহিনুর রহমানসহ প্রায় ২০ জন নেতাকর্মী আহত হন।

এ সময় দুই পক্ষই দলীয় কার্যালয়ের চেয়ার-টেবিল, দরজা-জানালা ও কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে বিএনপির পদযাত্রা কর্মসূচি পণ্ড হয়ে যায়।

বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ‘আজকের এ গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধ সংগ্রামের বিকল্প কিছু নেই। এটা আমাদের রাজনৈতিক এবং নৈতিক দায়িত্ব। সেই জায়গা থেকে আমরা ঐক্যবদ্ধভাবেই আন্দোলন করার চেষ্টা করেছি। কিন্তু আমাদের দলের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের কিছু দোসর আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে।

পুলিশ সুপার মো. সালাহউদ্দিন জানান, মঙ্গলবার বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ওই ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। তবে বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top