রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় নাশকতা: ১২ যানবাহনে আগুন
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ১৩:৩৫
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার (১২ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ১২টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা রাশেদুল খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর রমনা থানার সামনে পুলিশের একটি গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, কোনো দুর্বৃত্ত গাড়িটিতে আগুন দেয়নি; গাড়ির কাজ করার সময় হঠাৎ আগুন ধরে যায়।
এরপর দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে ধোলাইপাড়ে আরেকটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে।
ঢাকায় আরও দুই জায়গায় আগুনের ঘটনা ঘটে। কমলাপুর রেলস্টেশনের পাশে লেগুনায় এবং পল্লবীর ট্রাস্ট পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়।
রাজধানীর বাইরেও নাশকতা ছড়িয়ে পড়ে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল, টাঙ্গাইল বারই খোলা, গজারিয়া মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ গণপূর্ত অফিসের পাশ, শরিয়তপুর নাওডোবা গোল চত্বরে ও মাদারীপুর শিবচরে চলন্ত বাস, ট্রাক এবং পিকআপে আগুন দেওয়া হয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রাজধানীতে ট্রেন ও বাসে আগুন দেওয়ার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাতবোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতা রোধে ঢাকার প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে এবং ১৭ হাজার পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী রাজধানীজুড়ে সতর্ক অবস্থানে মোতায়েন রয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।