রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা, স্ত্রী গুরুতর আহত
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ১৮:৩৭
মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে দুর্বৃত্তরা তার ছেলে তাওসিফ রহমান (সুমন) কে ছুরিকাঘাত করে হত্যা করেছে। হামলায় বিচারকের স্ত্রী তাসমিন নাহারও গুরুতর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে নগরীর ডাবতলা এলাকায় এই ঘটনা ঘটে। তাওসিফ নবম শ্রেণির ছাত্র ছিলেন। আহত তাসমিন নাহারের শরীরে অস্ত্রোপচার চলছে।
ঘটনাস্থল থেকে একজন দুর্বৃত্তকেও আটক করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান জানান, আটক ব্যক্তিও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। হামলার পেছনের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিচারক আবদুর রহমানের গ্রামের বাড়ি জামালপুরে। পরিবার নিয়ে তারা নগরের ডাবতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।