চাঁপাইনবাবগঞ্জে পদ্মা বাঁচাও আন্দোলনের গণসমাবেশ শনিবার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ১২:৫৫

ছবি: সংগৃহীত

বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ আন্দোলনের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে শনিবার গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশে অংশ নেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থান হিসেবে নির্ধারিত হয়েছে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ।

যদিও দলের মহাসচিব সমাবেশে যোগ দিচ্ছেন, জেলা বিএনপির নেতৃবৃন্দ এতে অংশ নেবেন না। শনিবার সকালে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া ও সদস্য সচিব রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তাদের দাবি, মির্জা ফখরুলের কর্মসূচিতে জেলা বিএনপিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি।

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ-ভারতের অভিন্ন নদী পদ্মায় পানির ন্যায্য হিস্যার দাবিতে গত ২ নভেম্বর থেকে ধারাবাহিক কর্মসূচি চলছে। স্থানীয় শহীদ সাটু হলে মতবিনিময় সভার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর প্রতিটি উপজেলায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশের সমন্বয়কের দায়িত্বে রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ। এছাড়া সার্বিক সহযোগিতা করছেন বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প-বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম।

জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। দলের মহাসচিব আসছেন, অথচ আমাদের কিছুই জানানো হয়নি। আমরা জেলা নেতৃবৃন্দ সমাবেশে যোগ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে কর্মীরা যেতে চাইলে আমরা বাধা দেব না।”

অন্যদিকে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞা বলেন, “দলের সকল নেতা কর্মীকে অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আশা করি সবাই আসবেন।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top