খুলনায় মোটরসাইকেল শোভাযাত্রায় মিয়া গোলাম পরওয়ার
নির্বাচন স্বচ্ছ না হলে জাতির দুর্ভোগ নেমে আসবে
এস কে বাপ্পি, খুলনা প্রতিনিধি | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ১৫:২০
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের (ডুমুরিয়া–ফুলতলা) সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “এবারের নির্বাচন যদি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের মতো হয়, তবে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে।”
শনিবার (১৫ নভেম্বর) সকাল সোয়া ৯টায় খুলনার জিরো পয়েন্টে মোটরসাইকেল শোভাযাত্রার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি প্রশাসনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা নিরপেক্ষ থাকুন, আগামী নির্বাচন স্বচ্ছ করুন। প্রত্যেক প্রার্থী যেন সমান সুযোগ পান। অতীতে যাদের বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ উঠেছিল, তারা সবাই পালিয়ে গেছে—ওসি, এসপি, ডিআইজি, এমনকি প্রধান বিচারপতিও পালিয়ে গেছে। এবারও যদি এমন অভিযোগ আসে, পালানোর পথ পাবেন না।”
নির্বাচনকে অর্থ ও পেশিশক্তির প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন “যারা অতীতে ঘের দখল করেছে, মন্দির ভেঙেছে, জনগণ এবার তাদের প্রত্যাখ্যানের শপথ করেছে। কর্তৃত্ববাদী সরকারের কালো যুগ পেরিয়ে আমরা এক নতুন বাংলাদেশ গড়তে চাই। মানব রচিত বিধান দিয়ে দেশে শান্তি আসে না তাই আগামীতে কুরআনের রাষ্ট্র গড়তে হবে।”
মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রাটি খুলনার জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে গুটুদিয়া, ডুমুরিয়া, খর্ণিয়া, চুকনগর, আঠারোমাইল, ফুলতলা, দামোদর হয়ে শেষ হয় শিরোমনি শহীদ মিনার চত্বরে।
নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষজন তাকে উন্নয়নের কারিগর বলে স্লোগান দিলে তিনি জাতীয় পতাকা নেড়ে শুভেচ্ছা জানান।
নিজ বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন “সুশাসন ও শান্তির জন্য পরিবর্তন দরকার। উন্নত ও আধুনিক খুলনা গড়তে পরিবর্তনের এই বার্তা মানুষের কাছে পৌঁছে দিতেই আজকের আয়োজন। দীর্ঘদিন আমাদের কার্যক্রম বাধাগ্রস্ত ছিল, কিন্তু ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আমরা স্বাভাবিকভাবে কাজ করতে পারছি আলহামদুলিল্লাহ।”
সভায় সভাপতিত্ব করেন হরিণটানা থানা আমীর জি এম আব্দুল গফুর। এ ছাড়া বক্তব্য দেন, মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ, মুন্সি মিজানুর রহমান, মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, গাউসুল আযম হাদী, এডভোকেট আবু ইউসুফ মোল্লা, মোস্তফা আল মুজাহিদসহ জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত এবং ছাত্রশিবির নেতৃবৃন্দ।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।