সুন্দরবনে ‘দুলাভাই’ বাহিনীর সদস্য আটক, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
এস কে বাপ্পি, খুলনা প্রতিনিধি: | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ১৫:২২
সুন্দরবনের কুখ্যাত দস্যু চক্র ‘দুলাভাই’ বাহিনীর এক সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার ভোরে দাকোপ থানার কুমড়োকাঠি খাল এলাকায় বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ভোর ৬টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলার একটি বিশেষ দল অভিযান চালায়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে এক সদস্যকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম কামরুল সরদার (৫৫)। তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি ‘দুলাভাই’ বাহিনীর সঙ্গে সুন্দরবনের বিভিন্ন এলাকায় ডাকাতি ও চাঁদাবাজির সঙ্গে যুক্ত ছিলেন বলে কোস্ট গার্ড জানিয়েছে।
অভিযানে উদ্ধার করা হয়েছে একটি একনলা বন্দুক, তিন রাউন্ড তাজা কার্তুজ, সাত রাউন্ড ফাঁকা কার্তুজ, জব্দ করা অস্ত্র ও গোলাবারুদসহ আটক কামরুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।