শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

দেশের ১৫০ উপজেলায় স্কুল ফিডিং কার্যক্রম শুরু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ১৮:১৫

সংগৃহীত

দেশের ১৫০টি উপজেলায় স্কুল ফিডিং কার্যক্রম চালু করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খুবজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। বেলুন উড়িয়ে ও শিশু শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার।

কার্যক্রমের উদ্দেশ্য ও সুবিধা

এ কার্যক্রমের মাধ্যমে দেশের ১৫০টি উপজেলার ১৯,৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩১ লাখ ১৩ হাজার শিক্ষার্থী স্কুল কর্মদিবসে খাবার পাবেন। খাবারের তালিকায় থাকবে দেশীয় ফল, ফোর্টিফাইড বিস্কুট, ১২০ গ্রাম ওজনের পাউরুটি, ডিম ও দুধ। এই সুবিধা সপ্তাহে ৫ দিন শিক্ষার্থীদের জন্য নিশ্চিত করা হবে। নাটোর জেলার গুরুদাসপুর উপজেলা এ কর্মসূচির আওতায় এসেছে।

উদ্বোধন অনুষ্ঠানের মূল বক্তারা

বিদ্যালয় চত্বরে আয়োজন করা উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন—

প্রধান অতিথি: অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব: আবু তাহের মো. মাসুদ রানা

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক: আবু নূর মো. শামসুজ্জামান

প্রকল্প পরিচালক: মোহাম্মদ হারুন অর রশীদ

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা: ফাহমিদা আফরোজ

প্রকল্প পরিচালক হারুন অর রশীদ জানান, আগে কয়েক দফায় টেন্ডার জটিলতার কারণে মিড ডে মিল কার্যক্রম শুরু করা যায়নি। দেশের দরিদ্রতা বিবেচনায় প্রতি জেলার অন্তত একটি উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়কে সুবিধার আওতায় আনা হয়েছে। তবে কক্সবাজার ও বান্দরবান জেলার প্রতিটি উপজেলায় এই সুবিধা পুরোপুরি চালু হবে।

প্রধান অতিথির বক্তব্য

অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, প্রতিটি শিশুর মধ্যে অনেক সম্ভাবনা লুকায়িত থাকে। উপযুক্ত পরিবেশ ছাড়া তা জানা যায় না। শিক্ষার উদ্দেশ্য হলো শিশুদের সম্ভাবনা বিকশিত করা এবং তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা, যাতে তারা সমাজে অবদান রাখতে পারে। তিনি আরও বলেন, শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানকে সহযোগিতা করবেন এবং স্কুল ফিডিং কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করবেন।

উদ্বোধন অনুষ্ঠানের পর জেলা বিভাগের আয়োজনে গুরুদাসপুর উপজেলা পরিষদ মিলনায়তনে “প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথিসহ অন্যান্য সম্মানিত অতিথিরা অংশগ্রহণ করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top