গোপালগঞ্জের কাশিয়ানীতে গভীর রাতে গাছ কেটে মহাসড়ক অবরোধের চেষ্টা, বাস ক্ষতিগ্রস্ত
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ১০:২৮
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় গভীর রাতে গাছ কেটে ঢাকা–খুলনা মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। রোববার (১৬ নভেম্বর) রাত প্রায় সাড়ে ৩টার দিকে গোপালপুর বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় মহাসড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে এবং ঢাকা থেকে ছেড়ে আসা হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাছের সাথে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, অজ্ঞাতনামা কয়েকজন গাছ কেটে মহাসড়ক অবরোধের চেষ্টা করেছিল। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ও রাতইল আর্মি ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাটা গাছ অপসারণ করে। এরপর মহাসড়কে স্বাভাবিক যান চলাচল শুরু হয়।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।