ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ, টায়ারে আগুন–ককটেল বিস্ফোরণ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ১০:২৯
শাটডাউন কর্মসূচি বাস্তবায়নের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ করেছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই অবরোধ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধকারীরা মহাসড়কে বড় গাছ ফেলে চলাচল বন্ধ করে দেয়। এ সময় টায়ারে আগুন দেওয়া হয় এবং বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা ঘটনাটি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।
সকাল সোয়া ৯টা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। মহাসড়কে ফেলা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে উদ্ধারকর্মীরা চেষ্টা চালাচ্ছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।