সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

খুলনা-৫ আসনে

এনসিপির মনোনয়ন ফরম নিলেন যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক সৈয়দ আবু ওয়াহিদ অনি

এস কে বাপ্পি, খুলনা প্রতিনিধি | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১০:৩৬

জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক সৈয়দ আবু ওয়াহিদ অনি। ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ (ডুমুরিয়া–ফুলতলা) আসনে এনসিপি (ন্যাশনাল সিটিজেনস পার্টি)-এর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক সৈয়দ আবু ওয়াহিদ অনি। তরুণ এই রাজনীতিক দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সক্রিয় হিসেবে পরিচিত।

সৈয়দ আবু ওয়াহিদ অনি যুব সমাজের ক্ষমতায়ন, ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন, শিক্ষা আন্দোলন এবং স্থানীয় জনস্বার্থমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।


২০০৫ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট বিরোধী “No Vat On Education” আন্দোলনে তিনি ছিলেন অন্যতম সংগঠক। পাশাপাশি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে তিনি সামনের সারির একজন কর্মী হিসেবে খুলনায় নেতৃত্ব দেন।

মনোনয়ন সংগ্রহ শেষে প্রতিক্রিয়ায় অনি বলেন,
“আমার প্রতিদ্বন্দ্বীরা হয়তো বড় বড় স্বপ্ন দেখাবেন, উন্নয়নের বুলি দিবেন। কিন্তু আমার কাছে উন্নয়ন মানে শুধু কাঠামোগত উন্নয়ন নয়—উন্নয়ন মানে বিশ্বাস। উন্নয়ন মানে সু-উচ্চ অট্টালিকা নয়, উন্নয়ন মানে মানুষের পেটে খাবার ও নিরাপত্তা। সেটাই আমি নিশ্চিত করবো।”

এনসিপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের মধ্যে তাঁর মনোনয়ন সংগ্রহ ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। তরুণ নেতৃত্বের প্রতি দলের ইতিবাচক অবস্থান তাঁর প্রার্থীতাকে আরও গুরুত্ব দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

খুলনা-৫ আসনে এবার তরুণ ভোটারদের সংখ্যা উল্লেখযোগ্য। অনেকেই মনে করছেন, তরুণদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নতুন প্রজন্মের নেতৃত্বের প্রতি ভোটারদের আগ্রহ বাড়ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top