রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে বৃদ্ধাসহ ২ জন নিহত
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১৩:১০
রাঙামাটির কাপ্তাই-আসামবস্তি সড়কে বন্যহাতির আক্রমণে দুই নারী নিহত হয়েছেন। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যার পরে কাপ্তাই-আসামবস্তি সড়কের রিজার্ভ ফরেস্টের কামিলাছড়ি বিট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মগবান গোলাছড়ি এলাকার ঝর্না চাকমা (৭০) এবং জীপতলী বড়াদম এলাকার সুবিতা চাকমা। এ ঘটনায় দু’টি সিএনজি এবং একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে।
কাপ্তাই বন বিভাগের রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা নামার পর ছড়াপাড়া মোড় এলাকা দিয়ে যাওয়ার সময় বন্যহাতির একটি দল একটি যাত্রীবিহীন সিএনজিতে আক্রমণ করে। এ সময় চালক পালিয়ে জীবন রক্ষা করতে সক্ষম হন। পরে বন বিভাগের একটি টিম ঘটনাস্থলে গিয়ে হাতিগুলোকে সরিয়ে দেয়।
কিন্তু ঠিক সেই সময় কামিলাছড়ি ১ নম্বর রোড এলাকায় বন্যহাতির আরেকটি দল অপর একটি সিএনজিতে আক্রমণ চালায়। এতে দুই নারী গুরুতর আহত অবস্থায় সড়কের ওপর পড়ে ছিলেন। বন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ধার করে রাঙামাটি হাসপাতালে পাঠান।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ড. শওকত আকবার জানান, হাসপাতালে আনার পর বৃদ্ধা ঝর্না চাকমাকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত সুবিতা চাকমাকে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার্ড করা হয়, কিন্তু সেখানে তারও মৃত্যু হয়।
বন্যহাতির এই ঘটনায় স্থানীয় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বন বিভাগ এ পরিস্থিতি মোকাবিলায় সতর্কতা জোরদার করেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।