সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

চট্টগ্রামে সড়কের পাশে রাখা বাসে আগুন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১৪:৪৫

সংগৃহীত

চট্টগ্রামের কাঠগড় এলাকায় রোববার (১৬ নভেম্বর) মধ্যরাতে সড়কের পাশে রাখা সিটি সার্ভিসের একটি বাসে আগুন লাগেছে। বাসে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষ জানায়, রাত দেড়টার দিকে আগুন লাগার খবর পেয়ে তাদের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। আগুন লাগার আগে বাসের বেশ কিছু অংশ পুড়ে গেছে।

পতেঙ্গা থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান জানান, রাত দেড়টার দিকে মোটরসাইকেলে করে আসা দুই যুবক বাসটিতে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। তিনি আরও বলেন, প্রাথমিক তদন্ত চলছে এবং দুষ্কৃতকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top