নারায়ণগঞ্জে আওয়ামী লীগের শাটডাউনের প্রতিবাদে বিএনপির মিছিল ও পথসভা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১৪:৫২
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কমপ্লিট শাটডাউনের প্রতিবাদে আজ সোমবার (১৭ নভেম্বর) নারায়ণগঞ্জ মহানগর বিএনপি মাঠে নামে। সমস্ত ভেদাভেদ ভুলে দলের নেতাকর্মীরা শহরজুড়ে মিছিল ও পথসভায় অংশ নেন।
নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় হোসিয়ারি সমিতির সামনে মহানগর বিএনপির উদ্যোগে পথসভা শুরু হয়। পরে মিছিলটি মিশনপাড়া থেকে শুরু হয়ে শহরের চাষাড়া, কালির বাজার, ২ নম্বর গেইট, ডিআইটি, মণ্ডলপাড়া সেতু এলাকা প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনে গিয়ে শেষ হয়।
মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “আওয়ামী লীগ নৈরাজ্যের রাজনীতি করেছে; তাদের নৈরাজ্য জনগণ আগেও প্রতিহত করেছে। আবার করার চেষ্টা করলে তাও প্রতিহত হবে।”
মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু জানান, “নারায়ণগঞ্জ শহরে যদি কোনো আওয়ামী লীগের প্রেতাত্মারা জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করে, তা কোনভাবেই সহ্য করা হবে না।”
এছাড়া বিএনপি নেতা আবু জাফর আহমেদ বাবুল বলেন, “নারায়ণগঞ্জের বিএনপি সমস্ত মতপার্থক্য পেছনে ফেলে আজ ঐক্যবদ্ধ হয়েছে ফ্যাসিস্ট হাসিনার যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করতে।”
নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেন, “জনগণ ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার দেখতে চায় এবং এর বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেবে না।”
পথসভায় মহানগর বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যাদের মধ্যে আছেন আবুল কাওসার আশা, মনির খান, রেজা রিপন, আক্তার হোসেন খোকন শাহ, সেলিম, সোহেল, রুবেল প্রমুখ।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।