শরীর থেকে মাথাটাই বিচ্ছিন্ন হয়ে গেল নাসিমার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১৫:০৩
শরীয়তপুরের ডামুড্যায় অটোরিকশার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে নাসিমা বেগম (৩২) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে সড়কে পড়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুতুবপুর এলাকায় নাসিমা বেগম ঢাকার উদ্দেশ্যে অটোরিকশায় রওনা দেন। পথে হঠাৎ তার গলার ওড়না অটোরিকশার মোটরের সঙ্গে পেঁচিয়ে যায়। মুহূর্তের মধ্যেই তার শরীর থেকে মাথা আলাদা হয়ে যায়।
নিহত নাসিমা বেগম পূর্ব ডামুড্যা ইউনিয়নের আসাদ হাওলাদারের স্ত্রী। তার স্বামী বলেন, “আমার স্ত্রী ঢাকায় তার বাবার বাড়িতে বেড়াতে যাচ্ছিল। হঠাৎ খবর আসে যে তিনি দুর্ঘটনায় নিহত হয়েছেন। এই মৃত্যু আমি মেনে নিতে পারছি না।”
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, “অটোর ভেতরে বসা অবস্থায় তার গলার ওড়না মোটরের সঙ্গে পেঁচিয়ে একপর্যায়ে তার দেহ থেকে মাথা আলাদা হয়ে যায়। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছি। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।