চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ দুই আসামি গ্রেপ্তার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১৬:১৪
নগরীর হালিশহর থানা এলাকা থেকে বিদেশি পিস্তলসহ দুই অস্ত্র মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) এই অভিযান পরিচালনা করা হয়।
মহানগর গোয়েন্দা (পশ্চিম) পুলিশের ডিসি মাহাবুবুল আলম খান নিশ্চিত করেন, গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ মোরশেদ (৩৫) ও মোহাম্মদ খাগির প্রকাশ গরু ছাগির (৪৬)।
ডিসি মাহাবুবুল আলম খান জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা পুলিশের দাবি, তারা এই অস্ত্র দিয়ে নাশকতার পরিকল্পনা করছিল। জিজ্ঞাসাবাদে আসামিরা তাদের উদ্দেশ্য স্বীকার করেছেন।
নগর পুলিশের সহকারী কমিশনার (গণসংযোগ) আমিনুর রশীদ জানান, গ্রেপ্তারের পর হালিশহর থানায় মামলা প্রক্রিয়াধীন। জানা যায়, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অস্ত্র মামলা রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।