রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
  • ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের

৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২১, ১৭:১৭

৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। এছাড়া এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকাল ৪টায় সংগঠনের মহাসচিব মাহামুদ উস সামাদ চৌধুরী এমপির নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে বঙ্গবন্ধু ও ১৫ আগষ্ট পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এসময় সংগঠনের সাংগঠনিক সচিব কে এম শহিদুল্লাহ, জেলা কমিটির সভাপতি শিকদার সুমন, সাধারন সম্পাদক শিমুল হাসানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরপর গোপালগঞ্জ, খুলনা ও নড়াইল জেলা কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

পরে উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন এবং ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভার উদ্বোধন করেন সংগঠনের সাংগঠনিক সচিব কে এম শহিদুল্লাহ। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহাসচিব মাহামুদ উস সামাদ চৌধুরী এমপি।

জেলা কমিটির সভাপতি শিকদার সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলাইমান বিশ্বাস, আয়োজক সংগঠনের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান পলাশ, দপ্তর সম্পাদক আসাদুল হক, জেলার সাধারন সম্পাদক শিমুল হাসান বক্তব্য রাখেন।

পরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া অতিথিবৃন্দের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।


এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top