• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


নিখোঁজের ৯ ঘণ্টা পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ১৩ মার্চ ২০২১, ২০:১০

নিখোঁজের ৯ ঘন্টা স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জের কাশিয়ানীতে মধুমতি বাওড়ে গোসল করতে নেমে নিখোঁজের ৯ ঘন্টা মোস্তাকিম মোল্যা নামে ৪র্থ শ্রেণীর এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১২ মার্চ) রাতে ওই বাওর থেকে স্থানীয় জেলেরা মরদেহটি উদ্ধার করে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত মোস্তাকিম মোল্যা কাশিয়ানী উপজেলার চরচাপতা গ্রামের রব মোল্ল্যার ছেলে।

ওসি মো: আজিজুর রহমান জানান, ‍শুক্রবার দুপুরে চরচাপতা গ্রামের রব মোল্ল্যার ছেলে মোস্তাকিম মোল্যাসহ তিন শিশু ঘোনাপাড়া ফকিরবাড়ি এলাকায় মধুমতি বাওড়ে গোসল করতে নামে। কিন্তু দুই শিশু উঠে গেলেও মোস্তাকিম আর উঠে আসেনি।

পরে স্থানীয়রা মধুমতি বাওরে অনেক খোঁজা-খুঁজি করেও কোন সন্ধান না পেয়ে গোপালগঞ্জ ফায়ার সাভিস ও খুলনার ডুবুরি দলকে খবর দেয়। তারা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করলেও ওই শিশুকে উদ্ধার করতে ব্যর্থ হয়।

পরে স্থানীয় জেলের জাল ফেলে খোজাঁখুঁজি করতে থাকে। এর এক পর্যায়ে রাতে জেলেদের জালে নিখোঁজ শিশু মোস্তাকিমের মরদেহ আটকে যায়। পরা তারা মোস্তাকিমের মরদেহ উদ্ধার করে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top