সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
  • ** জাতীয় ** ভিসা নিষেধাজ্ঞা নিয়ে মাথা ঘামাচ্ছি না : আলজাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী ** বিদ্যুৎস্পর্শে ৪ জনের মৃত্যুর ঘটনা তদন্ত করে ব্যবস্থা : আতিক ** গ্যাটকো মামলায় খালেদাসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৩ অক্টোবর ** সারাদেশ ** ইঞ্জিন লাইনচ্যুত, ময়মনসিংহে রেল যোগাযোগ বন্ধ ** সাড়ে ৮ মাসে রাজশাহী বিভাগে রেললাইনে ৮৪ জনের মৃত্যু ** সারাবিশ্ব ** সোমালিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ১৮ ** বেনিনে জ্বালানি ডিপোতে বিস্ফোরণ, নিহত ৩৫ ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন: https://www.newsflash71.com ** সংবাদ ও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন: fb/newsflash71bd ** সব ধরনের ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন: youtube.com/newsflash71 


এখনও স্বীকৃতি পাননি সৈয়দপুরের বীরঙ্গনা ‘বুলবুলি’

সৈয়দপুর (নীলফামারী) থেকে আমিরুল হক | প্রকাশিত: ১ এপ্রিল ২০২১ ১৫:৩৩

এখনো নিরবে কাঁদেন মহান মুক্তিযুদ্ধে সম্ভ্রমহারা নারীরা। স্বাধীন বাংলাদেশ তাদের সবাইকে কি দিয়েছে সঠিক মর্যাদা? এমন প্রশ্নের উত্তর এখনো খুঁজে পাননি নীলফামারীর সৈয়দপুরের বীরাঙ্গনা নারী বুলবুলি। এ বীরঙ্গনা আর্তনাদ এখনও পর্দার আড়ালে রয়েছে।

উপজেলার খোর্দ্দ বোতলাগাড়ী গ্রামের হাজীপাড়ার মরহুম তছির উদ্দিন সরকারের স্ত্রী বুলবুলি নামের এ বীরঙ্গনা স্বাধীনতা যুদ্ধ চলাকালীন নিজ বাড়িতে স্থানীয় রাজাকারদের সহযোগীতায় পাক হানাদার বাহিনীর কাছে সম্ভ্রম হারায়। এ পাক হানাদার বাহিনীর বর্ববরতার কাহিনী মনে হলে বুলবুলি আজও নিরবে কাঁদেন। কারণ সে সময় স্থানীয় এলাকাবাসী অনেকেই তাকে কু-নজরে দেখেছেন। তিনি পাক হানাদার বাহিনী ও স্থানীয় রাজাকারদের ভয়ে সে সময় বাড়ি থেকে বাহির হতে পারতেন না। ঘরের মধ্যেই বালু জমিয়ে প্রসাব পায়খানা করতেন এবং অনেক সময় ছেলে মেয়েদের নিয়ে অনাহারে দিন কাটিয়েছেন।

বুলবুলি আক্ষেপ করে বলেন, দেশ স্বাধীন হওয়ার পঞ্চাশ বছরেও অসংখ্য বীরাঙ্গনা এখনও সম্মানসূচক পদবী পাননি। শুনেছি ৭১ সালে যারা ইজ্জত দিয়েছে সরকার তাদেরকে সহযোগিতা করছে। তা শুনে অনেক চেষ্টা করছি। কিন্তু এখনও কপালে জুটিনি স্বীকৃতি ও কোন ধরনের সহযোগীতা। তিনি সকল বীরঙ্গনাদের সম্মানসূচক পদবী দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আশু হস্থক্ষেপ কামনা করেন। সৈয়দপুর মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার একরামুল হক বলেন, বঙ্গবন্ধু হত্যার পর একাত্তরে ধর্ষণের শিকার নারীরা ছিলেন সমাজে অবাঞ্চিত। লাঞ্ছনা, ধিক্কার ও তিরষ্কারের শিকার হয়ে আসছিলেন তারা। বীরাঙ্গনাদের সরকারিভাবে মুক্তিযোদ্ধা সনদ ও নানা সুযোগ-সুবিধা দেয়ার মাধ্যমে অনেকটা ভেঙে গেছে সমাজে বীরমাতাদের তিরষ্কৃত হওয়ার ধারণা।

এনএফ৭১/জুআসা/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top