অগ্নিকান্ডে অক্ষত কোরআন শরীফ, বসতবাড়ীর সব পুড়ে ছাই
গাইবান্ধার পলাশবাড়ী থেকে | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২১, ২৩:৩১
                                        গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার ৩নং ওয়ার্ডের আমবাড়ী গ্রামে রানু মিয়ার বসত বাড়িতে অগ্নিকান্ডে সব পুড়ে ছাই হয়ে গেলেও অক্ষত রয়েছে পবিত্র কোরআন শরীফ। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অক্ষত কোরআন শরীফটি একনজর দেখতে ওই বাড়ীতে দিনভর ভীর করছেন উৎসুক নারী-পুরুষ। শনিবার দিনগত গভীর রাতে আমবাড়ী গ্রামের দক্ষিণ পাড়ায় মৃত রানু মিয়ার বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মৃত রানুর স্ত্রী-সন্তান কয়েক দিন আগে থেকেই আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন। শনিবার রাত বারোটার দিকে ওই বাড়ীতে আকস্মিক অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।মুহূর্তেই তা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিস টীম ঘটনাস্থলে পৌঁছার আগেই বাড়ীর সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। তবে ঘরে থাকা পবিত্র কোরআন শরীফটি রয়েছে সম্পূর্ণ অক্ষত। এর একটি হরফও পোড়েনি।
পলাশবাড়ী উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মোস্তাফিজার রহমান রাজা জানান, আল্লাহ তায়ালা নিজেই পবিত্র কোরআন শরীফ হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এধরণের ঘটনা আমরা আগেও প্রত্যক্ষ করেছি যে, আগুনে সব কিছু পড়ে গেলেও পবিত্র কোরআন শরীফ অক্ষত রয়েছে। গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক এনামুল হক জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তাৎক্ষণিক ভাবে অগ্নিকান্ডের কারণ জানা যায়নি।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: গাইবান্ধার পলাশবাড়ী

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।