• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


চেন্নাইয়ের নেতৃত্বে ফিরলেন ধোনি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১ মে ২০২২, ০৮:০৪

চেন্নাইয়ের নেতৃত্বে ফিরলেন ধোনি

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ৮ ম্যাচের মধ্যে ৬টিতেই হার চেন্নাইয়ের। চলতি আসরে রবীন্দ্র জাদেজার নেতৃত্বে চেন্নাই যেন জয়ের পথই খুঁজে পাচ্ছিল না। জাদেজাও যেন নিজেকে হারিয়ে খুঁজছিলেন। অবশেষে বোধোদয় হলো।

জাদেজা নেতৃত্ব ছেড়ে মহেন্দ্র সিং ধোনিকে অনুরোধ করলেন দায়িত্ব নিতে। ধোনিও আর না করেননি। চলতি আসরের বাকি ম্যাচগুলোতে চেন্নাইকে নেতৃত্ব দেবেন ধোনি।

শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ খবর জানিয়েছে চেন্নাই। বিবৃতিতে দলটি জানায়, ‘অধিনায়কত্ব ছেড়ে দিয়ে নিজের খেলায় আরো বেশি মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রবীন্দ্র জাদেজা। তাই তিনি ধোনিকে অনুরোধ করেছেন দায়িত্ব নেওয়ার। পুনরায় দলকে নেতৃত্ব দিতে রাজি হয়েছেন ধোনি। যাতে করে জাদেজা নিজের খেলায় মনোযোগ দিতে পারেন।’

এখন পর্যন্ত আট ম্যাচের মধ্যে ছয়টিতে হেরে টেবিলের নয় নম্বরে রয়েছে আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই। এর আগে আইপিএলের সবকটি আসরে চেন্নাইয়ের অধিনায়ক ছিলেন ধোনিই। তার অধীনে মোট চারটি শিরোপা জিতেছে চেন্নাই। এবার আইপিএলে শুরুর আগেই নেতৃত্ব ছাড়েন তিনি। কিন্তু মাঝপথে আবার দলের ভার নিতে হলো।

এনএফ৭১/এমএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top