সাভারে জমি নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা
সুজন হাসান | প্রকাশিত: ২৪ মে ২০২৪, ১৫:৫৯
 
                                        সাভারে জমিসংক্রান্ত বিরোধের জেরে রমজান (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৩ মে) দুপুর দেড়টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কাকাবোর মসজিদ মার্কেটের খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রমজান বিরুলিয়া ইউনিয়নের কাকাবোর মসজিদ মার্কেট এলাকার মো. শওকত হোসেনের ছেলে। এ ঘটনায় তার পুরো পরিবারকে বেধড়ক পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা।
নিহত রমজানের স্ত্রী সোহানা আক্তার বলেন, ঘটনাস্থলে আমাদের ১৮ শতাংশ জমি রয়েছে। দুপুরে সেই জমি দখলের জন্য যায় রহিম, ইউনুস, ইয়ানুস, মানিকসহ অন্তত ৮-১০ জন। খবর পেয়ে আমার স্বামী তার ভগ্নিপতি সেলিমকে নিয়ে জমিতে যান। তারা জমিতে যাওয়া মাত্র লোহার রড ও ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কোপানোর চেষ্টা করে।
অভিযুক্তরা হলেন- একই এলাকার রহিম, ইউনুস, ইয়ানুস, মানিকসহ অন্তত ৮-১০ জন। তারা রমজানের মাথার ৫ স্থানে কুপিয়ে মারাত্মকভাবে আহত করলে তিনি মারা যান।
এ সময় সেলিম ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে আমার স্বামীর মাথায় কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নেওয়ার জন্য চেষ্টা করি। এ সময় রাস্তায় আমাদের গতিরোধ করে আবারও পরিবারের সকল সদস্যদের পেটানোর চেষ্টা করেন। কোনমতে জান বাঁচিয়ে আমার স্বামীকে এনাম মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তারা আমার স্বামীকে সময়মতো হাসপাতালেও নিতে দেয়নি।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাজীব শিকদার বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

 ভিডিও
                                        গ্যালারী
 ভিডিও
                                        গ্যালারী 
                     
                                     
                                     
                                     
                                     
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।