• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


অধিকাংশ কোম্পানির শেয়ারের দরপতন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২২, ০২:২৬

অধিকাংশ কোম্পানির শেয়ারের দরপতন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৪ এপ্রিল) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এর আগের কার্যদিবস রোববার (৩ এপ্রিল) ডিএসই ও সিএসইতে সূচকের উত্থান লেনদেন শেষ হয়।

এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন অনেক কমেছে। একইসঙ্গে উভয় শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

সোমবার (৪ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৩.০০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৭১৭.৯১ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়া সূচক ৮.৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৬২.০৪ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৯.২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৬৮.৭১ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৮১টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৪৬টির, কমেছে ২৯৬টির এবং অপরিবর্তিত আছে ৩৯টির। এদিন ডিএসইতে ৬২০ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ২১৬ কোটি টাকা কম।

অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ৭৪.৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৮১৮.৫৮ পয়েন্টে। অন‌্য সূচকগুলোর মধ্যে সার্বিক সিএএসপিআই সূচক ১২৪.৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৭০০.৫৯ পয়েন্টে এবং সিএসআই সূচক ৫.৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৪৩.৮৭ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৮২টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৪৮টির, কমেছে ১৯৬টির এবং অপরিবর্তিত আছে ৩৭টির। দিন শেষে সিএসইতে ১৪ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৪ কোটি টাকা কম।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top