• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


আমি একজন দেবীর দর্শন পেয়েছিলাম : আঁখি আলমগীর

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২২, ০১:১১

আমি একজন দেবীর দর্শন পেয়েছিলাম : আঁখি আলমগীর

সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর না ফেরার দেশে চলে গেছেন। রবিবার (০৬ ফেব্রুয়ারি) সকালে ভারতের মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে সংগীতাঙ্গনে এখন শোকের ছায়া। লতাজীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের সংগীতশিল্পী আঁখি আলমগীর এবং তিনি স্মৃতিচারণ করেছেন লতাজির সাথে দেখা করার কিছু স্মৃতি।

২০১৭ সালের লতার সঙ্গে দেখা হওয়ার সুযোগ হয় বাংলাদেশের সংগীতশিল্পী আঁখি আলমগীরের। লতার মৃত্যুর খবরে শুনে শোকে স্তব্ধ হয়ে গেছেন তিনি।

স্মৃতিচারণ করতে গিয়ে আঁখি বলেন, ‘দুঃসংবাদটা শোনার পর আমি বাকরুদ্ধ, থমকে আছি। ২০১৭ সালের মার্চে দেখা হয় লতাজির সঙ্গে। উনার সঙ্গে দেখা হওয়ার সব স্মৃতি চোখের সামনে ভেসে উঠছে। তার সঙ্গে দেখা হওয়াটা আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া। ’

তিনি জানান, লতা মঙ্গেশকরের সঙ্গে দেখা করতে তখন তিনি রুনা লায়লার সঙ্গে ভারত গিয়েছিলেন।

সে সময়কার স্মৃতি স্মরণ করে আঁখি বলেন, ‘আমি খুব ভালো হিন্দি বলতে পারি। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে, তাকে কাছে পেয়ে কোনো কথাই বলতে পারছিলাম না। আমার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। আমি তার পায়ের কাছে গিয়ে বসে ছিলাম। তিনি আমাকে বললেন, ‘ব্যাটা ওপরে বসো। পাগলি হ্যায়। ’ আমি বললাম সরি, কান্না আটকাতে পারছি না। তুমি বুঝতে পারছ না তোমার ভালোবাসা পুরো রুমে ঘুরছে। এসব ভালোবাসা অন্যরকম। ’

এই শিল্পী আরো বলেন, ‘হাজার বছরেও তার মতো কোনো শিল্পী আসবে না। উনি দেবী! আমি একজন দেবীর দর্শন পেয়েছিলাম। উনার তুলতুলে নরম হাত ধরে অনেকক্ষণ পায়ের কাছে বসেছিলাম। উনি আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করেছেন। ’

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top