দীঘির অভিযোগের পর,এবার মুখ খুললেন পরিচালক রাফি

নিশি রহমান | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২২, ০৪:৩৪

পরিচালক রায়হান রাফি ও প্রার্থনা ফারদিন দীঘি

সিন্ডিকেটের খেলায় অসুস্থ হয়ে পড়েছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। তার সঙ্গে চূড়ান্ত কথা বলেও পরে না জানিয়ে অন্যজনকে নিয়েছেন এক পরিচালক। তবে ঠিক কোন পরিচালক এমন করেছে তার নাম পরিচয় কিছুই প্রকাশ করেননি তিনি। দীঘি না বললেও গণমাধ্যমের অনুসন্ধানে সেই পরিচালক যে রায়হান রাফী এটা বলার অপেক্ষা রাখেনা। দীঘির অভিযোগের পর এবার মুখ খুললেন রাফী।

জানা গেছে, ছয় মাস আগে আলফা আই ও চরকি প্রযোজিত নির্মিত হতে যাওয়া ‘সুড়ঙ্গ’ সিনেমার বিষয়ে দীঘির সঙ্গে কথা বলেছিলেন নির্মাতা। সম্প্রতি নিজের অফিসে ডেকে মৌখিকভাবে দীঘির সঙ্গে আলাপও চূড়ান্ত করেছেন। কিন্তু শেষ মুহূর্তে দীঘিকে বাদ দিয়ে সেখানে তমা মির্জাকে নিয়েছেন রাফি। দীঘিকে বাদ দেওয়ার বিষয়টি তাকে জানানোর প্রয়োজনও মনে করেননি নির্মাতা।

দীঘি বলেন, প্রথমত আমি স্ট্যাটাসের বাইরে কোনো পরিচালকের নাম বলিনি। গণমাধ্যম তাদের সূত্র দিয়ে এক পরিচালকের নাম বের করেছে। তিনি এখন আমার নাম উল্লেখ করে বক্তব্য দিচ্ছেন। ওই পরিচালক যে শুধু একটি সিনেমা নিয়ে আমার সঙ্গে এমনটা করেছেন তা নয়, উনি উনার একাধিক প্রজেক্ট নিয়ে আমার সঙ্গে এমন করেছেন। মিটিং করেছেন, ডেট ফাঁকা রাখতে বলেছেন, আমি রেখেছি; তার পর সেই সময় কল দিলে তিনি আমার ফোন ধরেন না। মৌখিকভাবে চূড়ান্ত করেছেন তার পর আমাকে সেটি না জানিয়ে বাদ দিয়েছেন। এসবের সব প্রমাণ আমার কাছে আছে। একটা প্রজেক্টে বাদ দিয়েছে, সে জন্য আমি কথা বলছি এমন নয়। একই কাজ উনি হয়তো অনেকের সঙ্গে করেছেন। উনি কেন নায়িকা নির্বাচনে প্রতিবার এমন করেন সেটি রহস্যজনক। আমার সাহস আছে বলে আমি কথা বলেছি।

প্রার্থনা ফারদিন দীঘিএ কারণে গত রোববার দিবাগত রাত ৩টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে নানা অভিযোগ করেন।

দীঘির আনা অভিযোগ ‍নিয়ে রাফী বলেন, দীঘি নিজেই আমার সঙ্গে কথা বলে অভিনয় করার আগ্রহ প্রকাশ করেছে। ছবির ব্যাপারে দীঘির সঙ্গে আমার সঙ্গে কথা বলেছে, আমার অফিসে এসেছে। এর মানে এই নয় যে তাকে চূড়ান্ত করা হয়েছে।

রায়হান রাফি বলেন, ‘একটি চরিত্রের জন্য একাধিকজনের সঙ্গে কথা হতে পারে, চূড়ান্ত একজন হবে এবং তার সঙ্গে লিখিত চুক্তি হবে। দীঘির সঙ্গে তো আমার কোনো লিখিত চুক্তি হয়নি। সে কাজ করতে চেয়েছে, অফিসে নিজের ইচ্ছাতেই এসেছে। দীঘি বলেছে, আমি তাকে বাদ দিয়েছি। তার সঙ্গে তো চুক্তিই হয়নি। তাকে আমার চরিত্রের জন্য উপযুক্ত মনে হয়নি, ফলে তার সঙ্গে যোগাযোগ করিনি।’

নিজের প্রথম ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে দীঘি জিতে নিয়েছিলেন শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০২১ সালের ১২ মার্চ নায়িকা হিসেবে অভিষেক হয় দীঘির।

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top