বাবা হাসপাতালে ভালো নেই আমি: চঞ্চল চৌধুরী
নিশি রহমান | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২২, ০৬:৫২

একদিকে গোটা ভারতজুড়ে মুক্তি পাচ্ছে বাংলাদেশি হিট সিনেমা ‘হাওয়া’। অন্যদিকে আসছে বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘কারাগার’। সব মিলিয়ে ক্যারিয়ারের দারুণ সময় পার করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। তবু এত ভালো সময়ের মাঝেও ভালো নেই চঞ্চল । দিলেন মন খারাপের বার্তা।
চঞ্চল চৌধুরীর বাবা হাসপাতালে গুরুতর অসুস্থ। মা-বাবা অসুস্থ থাকলে কোন সন্তানেরই ভালো লাগে? এক টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন অভিনেতা। বৃহস্পতিবার চঞ্চলের লেখায় ফুটে উঠল তার সেই আবেগ।
বাবাকে এমন অবস্থায় রেখে ভালো নেই তিনি। বাবাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন আবেগঘন স্ট্যাটাস। সময়ের পাঠকদের জন্যে তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:
সৎ এবং নাম করা শিক্ষক হিসেবে আমার বাবাকে এলাকার সবাই একনামে চিনতো,এখনো চেনে।যে কোন জায়গায় গেলে,বাবার ছেলে হিসেবেই বেশী সমাদর পেতাম।কয়েক বছর আগ পর্যন্তও দুলাল মাস্টারের সন্তান হিসেবেই এলাকায় সবাই পরিচিত হতাম।
বাবাকে একদিন জিজ্ঞাসা করেছিলাম,”ছোটবেলা থেকে তোমার পরিচয়ে পরিচিত হয়ে এসেছি,এখন যখন তোমাকে কেউ চঞ্চল চৌধুরীর বাবা বলে চেনে,তখন তোমার কেমন লাগে?”
বাবা কোন উত্তর না দিয়ে আমার দিকে শুধু ভেঁজা চোখে কিছুক্ষন তাঁকিয়ে ছিল। তাঁর সেই গর্বিত মুখটা দেখে,আমার চোখ দুটোও ঝাপসা হয়ে গিয়েছিলো।সন্তানের সকল সফলতায় বাবা মায়ের যে কি শান্তি,কি আনন্দৃতা আমি দেখেছি।
কয়েকটা দিন হলো,বাবা হাসপাতালের বিছানায় অচেতন। চোখের জলে আমাদের বুক ভেসে যায়,আর প্রার্থনা করি,আমার বাবা সুস্থ হয়ে উঠুক।বাবা মাকে হাসপাতালের বিছানায় রেখে কোন সন্তানই ভালো থাকতে পারে না। আমিও ভালো নেই। বাবা যেন সুস্থ হয়ে যান, সৃষ্টিকর্তার কাছে আপাতত এটাই প্রার্থনা চঞ্চলের।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।