জ্যাককে কেন বাঁচানো হয়নি ব্যাখ্যা দিলেন জেমস ক্যামেরন

রায়হান রাজীব | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২২, ০১:২৯

জ্যাক ও রোজ

বাহুবলীকে কাটাপ্পা কেন মেরেছিল? ‘বাহুবলী’ মুক্তি পাওয়ার পর এই প্রশ্ন যেমন ভাইরাল হয়েছিল, তেমনই ‘টাইটানিক’-এর ক্লাইম্যাক্সে কেন জ্যাককে মেরে ফেলা হয়েছিল, সেই প্রশ্নও দর্শকদের ভাবিয়ে তুলেছিল। যা আজও ভাবায়।

২৫ বছর আগে ‘টাইটানিক’ ছবি মুক্তির পর থেকে সিনেমাটির শেষের দিকে একটি গুরুত্বপূর্ণ দৃশ্য নিয়ে চলছে বিতর্ক । জাহাজের ডুবে যাওয়ার পরে ছবিতে কেবল রোজকে (কেট উইন্সলেট) ভাসমান দরজার ওপর তুলে দিয়ে তার জীবন বাঁচানো হয়েছে।

তবে দর্শকদের অনেকেই মনে করেন, ইচ্ছে করলেই বাঁচানো যেত জ্যাককে। সম্প্রতি এই রহস্যের সমাধান হয়েছে। উত্তর মিলেছে প্রশ্নের। ‘টাইটানিক’-এর পরিচালক জেমস ক্যামেরন খোদ ‘জ্যাক’-এর মৃত্যুর জবাবদিহি করেছেন।

শুক্রবার (১৬ ডিসেম্বর) টরন্টো সানকে (ট্যাবলয়েড সংবাদপত্র) ক্যামেরন বলেছেন, জ্যাক ও রোজকে একটি কাঠের দরজার ওপর রেখে বিশেষজ্ঞদের সহায়তায় ফরেনসিক বিশ্লেষণ করে তারা দেখেছেন, সেই পরিবেশে দরজার ওপর একজনই টিকে থাকতে পারেন। দুজনের টিকে থাকার কোনো সম্ভাবনা নেই।

তিনি বলেন, জ্যাকের মৃত্যু দরকার ছিল। এতে ভালোবাসার সঙ্গে ত্যাগও রয়েছে। ত্যাগ দিয়েই ভালোবাসা পরিমাপ করা যায়।

ক্যামেরন আরো বলেন, ‘কিন্তু এতে প্রমাণ হয় সিনেমার মাধ্যমে জ্যাক এতটাই দর্শকের ভালোবাসা পেয়েছিলেন যে তার মৃত্যু দেখতে চাননি তারা। যদি সে বেঁচে থাকত তাহলে সিনেমার শেষটা অর্থহীন হয়ে যেত। সিনেমার গল্প মৃত্যু ও আলাদা হয়ে যাওয়ার গল্প নিয়ে। তাকে মরতে হতো। সেটা জাহাজের চিমনি মাথায় পড়ে অথবা যেভাবে হয়েছে, তাকে ডুবতে হতো। একেই বলে শিল্প। শিল্পগুণ বজায় রাখতে এই ঘটনাগুলো ঘটে, এটি পদার্থ বিজ্ঞানের নিয়মে হয় না।’

আলোচিত সেই দৃশ্য নিয়ে সব প্রশ্নের উত্তর দিতে ইতিমধ্যে একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন জেমস ক্যামেরন। এটি আগামী বছরের ফেব্রুয়ারিতে ন্যাশনাল জিওগ্রাফিকে মুক্তি পাবে।

পরিচালক ক্যামেরন টাইটানিক ছবি পর ২০০৯ সালে অ্যাভাটার সিনেমা মুক্তি পাওয়া পর দর্শকের মাঝে তুমুল জনপ্রিয়তা পায় এবং এরপর এ সিনেমা নিয়েও বেশ বিতর্ক হয়। চলতি বছর ১৬ ডিসেম্বর  তার  ‘অ্যাভাটার’ এর সিক্যুয়েল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার’ ছবিটি মুক্তি পেয়েছে।

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top