৩৬ কেজি ওজন কমিয়ে নতুন লুকে নজর কাড়লেন রুনা খান
নাসরিন আক্তার নিশি | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২২, ০১:২৫

জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। অভিনয় করে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। সবসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন এই তারকা। ১০৫ থেকে ৩৬ কেজি ওজন কমিয়ে এখন আলোচনায় রুনা।
রুনার এই ওজন কমাতে সময় লেগেছে এক বছর। তবে এর পেছনে দীর্ঘ দিনের প্রস্তুতি ছিল বলে জানা যায়। আর ওজন নিয়ন্ত্রণে আনার পরে নতুন আঙ্গিকে নিজেকে তুলে ধরে প্রায়ই ছবি পোস্ট করেন সোশ্যালে।
সম্প্রতি মালদ্বীপ ঘুরতে গিয়েছিলেন এই অভিনেত্রী। সেখানে সমুদ্রপাড়ে নীল জলরাশিতে নতুনভাবে মেলে ধরেছেন নিজেকে। সেই ছবি সোশ্যালে পোস্ট করার পরে নজর কেড়েছে নেটিজেনদের।
‘নো মেকআপ, নো ফিল্টার’ লুকের ছবিগুলো রিঅ্যাকশনে ভরিয়ে দিয়েছে শুভাকাঙ্ক্ষীরা। মাত্র কয়েক ঘণ্টায় প্রায় ১০ হাজারের বেশি লাইক-কমেন্ট পড়েছে ছবিগুলোয়।
ওজন কমানো প্রসঙ্গে রুনা খান বলেন, ‘জার্নিটা আসলে এক বছরের। এক বছরে আমি একটি পয়সাও ওজন কমানোর পেছনে খরচ করিনি। আমার বাড়িতে প্রতিদিন যে স্বাভাবিক খাবার রান্না হয়, সেখান থেকে পরিমিত খাবার খেয়েছি। সপ্তাহে এক দিন পোলাও অথবা তেহারি খাই। খুব ভালো লাগে। পছন্দের খাবার। এক বেলা এসব খাবার খেলেও বাকি দুই বেলা রুটিনে খাবারই থাকে। ’
তিনি আরো বলেন, ‘আমি আমার বাসার-শোবারঘর থেকে ড্রয়িংরুম পর্যন্ত প্রতিদিন নিয়ম করে এক ঘণ্টা হাঁটতাম। রাতে এক ঘণ্টা ইয়োগা করি। রাত ১২টা কিংবা ১টার মধ্যে ঘুমিয়ে যাই, সাত-আট ঘণ্টা ঘুমাই। গত ১০ বছরে এসব পারিনি। আমার কাছে পৃথিবীর একদম সহজ উপায়। সহজ কাজটা এক বছর ধরে করতে পেরেছি। গত বুধবার পর্যন্ত ৩৯ কেজি ওজন কমাতে পেরেছি। ’
২০১৬ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ের নাম গোত্রহীন মঞ্চনাটকের মঞ্চায়নে তিনি অপি করিমের স্থলাভিষিক্ত হন। পাকিস্তানি লেখক সাদাত হাসান মান্টোর তিনটি ছোটগল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য রচনা ও নির্দেশনা দিয়েছেন ঊষা গাঙ্গুলি। এ ছাড়া তিনি আসাদুজ্জামান নূর নির্দেশিত নাগরিক নাট্য সম্প্রদায়ের ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চনাটকে অভিনয় করেন।
সম্প্রতি অমিতাভ রেজা চৌধুরীর নতুন ওয়েব সিরিজ ‘বোধ’-এ রুনার ‘দীপ্তি’ চরিত্রটি ব্যাপক প্রশংসিত হয়। দীর্ঘ ১৪ বছর পর অমিতাভের পরিচালনায় কাজ করেন রুনা খান।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।