• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


আনন্দের সংবাদ দিলেন জয়া

শাকিল খান | প্রকাশিত: ১ এপ্রিল ২০২৩, ১৮:৫৮

জয়া আহসান

দেশবাসীকে আনন্দের সংবাদ দিলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ১৪তম ব্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের এশিয়ান কমপিটিশানে তার অভিনীত সিনেমা 'নকশীকাঁথার জমিন' তৃতীয়স্থান অধিকার করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে একটি পোস্ট করেছেন এই অভিনেত্রী।

ক্যাপশনে জয়া লিখেছেন, 'চমৎকার একটা আনন্দের সংবাদ দিচ্ছি আপনাদের! এ আনন্দ যেমন আমাদের সবার, তেমনি আমাদের দেশেরও!'

‌‘জীবনঘনিষ্ঠ নির্মাতা আকরাম খান নির্মিত সিনেমাটি ইন্টারন্যাশনাল সব সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করে তৃতীয় স্থান অধিকার করেছে। ছবির অভিনয়শিল্পী হিসেবে এটা আমার জন্য যেমন আনন্দের, তেমনি আমাদের সবার ও দেশের জন্যও আনন্দের।’ এর আগে সিনেমাটি ইউনেসকো গান্ধী অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিল!’

‘নকশি কাঁথার জমিন’ ছবিটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি। কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাস অবলম্বনে নির্মিত। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন দুইজন বিধবা নারী। যেখানে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও সেঁওতি। দুই ভাইয়ের চরিত্রে ভূমিকায় ছিলেন ইরেশ যাকের ও রওনক হাসান। এছাড়া শাহনাজ খুশি এবং বৃন্দাবন দাশের দুই ছেলে দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি গুরুত্বপূর্ণ দুই চরিত্রে আছেন। চলচ্চিত্রটির সহযোগী প্রযোজক হিসেবে আছেন ফারজানা মুন্নী ও প্রযোজনা সংস্থা টিএম ফিল্মস।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top