লুবাবাকে মিডিয়া থেকে সরিয়ে নিচ্ছে পরিবার! কারণ কী?

রায়হান রাজীব | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৩, ১৫:৪৪

ছবি: সংগৃহীত

জনপ্রিয় শিশুশিল্পী সিমরিন লুবাবাকে চেনেন না, এমন নেটিজেন খুব কম আছেন। খুব অল্প সময়েই দর্শকমনে জায়গা করে নিয়েছেন তিনি। প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি লুবাবা। ইদানীং এই খুদে শিল্পী ভীষণভাবে ট্রলের শিকার হচ্ছেন। ঠিক কী কারণে ট্রল হচ্ছেন তিনি। চলুন জেনে আসি।

কয়েকদিন আগে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা মুজিব: একটি জাতির রূপকার দেখে একটি বক্তব্য দিয়েছিলেন লুবাবা। সেটি ভাইরাল হওয়ার পর ট্রল হচ্ছেন তিনি। আর এ পরিস্থিতি মেনে নিতে পারছেন না এই শিশু শিল্পী।

লুবাবা জানান, কেন্দে দিয়েছি বলায় অনেক বড় বড় লোকও আমাকে ট্রল করেছে। আমি অবাক হয়েছি উনাদের আচরণ দেখে। মুজিব সিনেমা তো হাসাহাসির কোন সিনেমা না? ওই সিনেমা দেখে কে কাঁদে নি? সিনেমা দেখে আমি কেন্দে দিয়েছি বলায় যারা ট্রল করছে এটা তাদের জন্য লজ্জা। স্কুলে গেলেও আমাকে ট্রল করা হয়।

লুবাবার মা জানান, আমার মেয়ের বয়স অনেক কম। এখনই যে ধরনের সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে, তা বড়রাই নিতে পারে না। আমি মা হয়ে সেটা বুঝতে পারছি। মেয়েটা ডিপ্রেশনে ভুগছে। যদি এমন চলতে থাকে তাহলে দ্রুতই তাকে মিডিয়া থেকে সরিয়ে নিতে হবে।

কয়েকদিন আগে সংবাদকর্মী ও কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে লুবাবা বলেন কেন্দে দিয়েছি। মুহূর্তেই ভাইরাল হয় সে ভিডিও। তারপর থেকেই ট্রল হচ্ছেন তিনি। মিডিয়ায় নিয়মিতই কাজ করে যাচ্ছেন লুবাবা। গান, মডেলিংয়ের পাশাপাশি করছেন অভিনয়ও।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top