• ** জাতীয় ** নির্বাচন বানচাল করতে চাইলে পরিণতি ভালো হবে না : প্রধানমন্ত্রী ** ডিসেম্বর থেকে শীত পড়া শুরু হবে: আবহাওয়া অধিদপ্তর ** ১০-১৫ বছর পর বিএনপি-জামায়াতের কোনো চিহ্ন থাকবে না: জয় ** সারাদেশ ** ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনে অনিয়ম, ২ প্রিসাইডিং কর্মকর্তা বরখাস্ত ** ২০ ঘণ্টা পর বরিশাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল শুরু ** সারাবিশ্ব ** ইসরায়েলকে বিদ্যুৎ না দিতে জর্ডানের সিদ্ধান্ত ** খান ইউনিসে ইসরাইলের বোমা হামলায় নিহত ২৬ ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** সব খবর পেতে লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


নোবেলের নতুন আসক্তি কে এই আরশি?

ফারহানা মির্জা | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৩ ১১:০৩

ছবিঃ সংগৃহীত

আবারো নতুন এক নারীতে আসক্ত হয়েছেন বিতর্কিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। জানা মতে, খুলনার মেয়ে ফারজান আরশির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি। তবে বিয়ে করছেন কি না—তা এখনও জানা যায়নি।

নতুন প্রেমিকার সঙ্গে একটি ঘনিষ্ঠ ছবি ফেসবুক প্রকাশ করেছেন নোবেল। ছবিতে তার বুকে মাথা রেখে আছেন আরশি। ক্যাপশনে লেখা, ‘ক্যাপশন কি লেখা লাগবে? আরশি (সঙ্গে লাভ ইমোজি)।’

ছবি প্রকাশের পর মন্তব্যের ঘরে নেটিজেনরা তার সঙ্গে আরশির পরিচয় জানতে চেয়েছেন। তখন নোবেল তাকে তাদের ভাবি বলে পরিচয় করিয়ে দিয়েছেন।এদিকে, জানা গেছে, খুলনার মেয়ে আরশি। মাঝারি মানের জনপ্রিয় স্থানীয় ফুড ব্লগার নাদিম আহমেদের স্ত্রী তিনি। নিজেও ফ্যাশন-লাইফস্টাইল বিষয়ক ব্লগ করেন।

নোবেলের সঙ্গে আরশির সম্পর্ক প্রকাশ্যে আসার পর খুলনার তরুণের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা। তাদের এই সম্পর্ক কেউ মেনে নিতে পারছেন না। তারা সবাই নাদিমের পক্ষে সামাজিক মাধ্যমে লিখছেন।

অন্যদিকে, মে মাসে অর্থ-আত্মসাৎ মামলায় গ্রেপ্তার হয়েছিলেন নোবেল। গেলো ৯ নভেম্বর সেই খবরের একটি ভিডিও শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘এর জন্য মানুষ নাকি এখন পাগল হয়! আগে ভালো থাকা ঠিক ছিল, আর এখন! এখন যে নেশাখোর সে-ই একমাত্র এর জন্য পাগল হবে।’

হয়ত এই ক্যাপশনের মাধ্যমে নিজের স্ত্রী আরশির সঙ্গে নোবেলের সম্পর্কের ইঙ্গিত দিয়েছিলেন নাদিম। তবে তাদের বিচ্ছেদ হয়েছে কি না—সেটা প্রকাশ্যে আসেনি।

এর আগে ২০১৯ সালের ১৫ নভেম্বর নোবেলের সঙ্গে বিয়ে হয় মেহরুবা সালসাবিল মাহমুদের। একই বছরে ভারতের জি-বাংলার সংগীত রিয়েলিটি শো ‘সারেগামাপা’ অংশ নিয়ে আলোচনা আসেন এই গায়ক। বিয়ের কয়েক বছর পরেই নোবেলকে ডিভোর্স দেন সালসাবিল।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top