• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


বাংলাদেশে ‘অ্যানিমেল’ মুক্তি না পাওয়ার কারণ!

ফারহানা মির্জা | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৩, ১১:৫৩

ছবি : সংগৃহীত

ভারতের পাশাপাশি বাংলাদেশের দর্শকের মাঝেও তুমুল আগ্রহ ছিল এই ‘অ্যানিমেল’ সিনেমাটি নিয়ে। খবর ছিলো ১ ডিসেম্বর দুই দেশে একসঙ্গে মুক্তি পাবে। কিন্তু তা হয়নি।ভারতে সিনেমাটি মুক্তি পেলেও, বাংলাদেশে পায়নি। খোঁজ নিয়ে জানা যায়, সিনেমাটি নাকি এখনও সেন্সরে জমা পড়েনি।

সেন্সরবোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু বলেন, ‘আমরা এখন পর্যন্ত ছবিটি হাতে (সেন্সরে) পাইনি। দেশে তথ্য মন্ত্রণালয় থেকে অনুমতির পর বিভিন্ন কাগজপত্রের কিছু বিষয় থাকে। তারা হয়ত এখনও সেটি প্রস্তুত করতে পারেনি। সেন্সরে ছবি জমা পড়ার পর বোর্ডের সদস্যরা সেটি দেখবে তারপর ছাড়পত্র প্রদান করবে। এরপরই মুক্তি। এটা সময়সাপেক্ষ ব্যাপার।’

এদিকে সিনেমাটির বাংলাদেশি আমদানিকারক অনন্য মামুন এক ফেসবুক লাইভে এসে বলেন, ‘সিনেমাটি বাংলাদেশে মুক্তি দিতে আইনগত কোনো জটিলতা নেই। সিনেমাটি বাংলাদেশে আসতেছে এটা শতভাগ নিশ্চিত। আমাদের কিছু শিপমেন্টের জটিলতার কারণে আজ মুক্তি পায়নি। হয়তো রোববার-সোমবারের দিকে সেন্সর হয়ে যাবে।’

তিনি জানান, যেদিন সিনেমাটির সেন্সর হবে, সেদিনই আপনারা প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শন করা হবে। সেভাবেই প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে মুক্তির প্রথম দিনেই ঝড় তুলেছে ‘অ্যানিমেল’। ভেঙে দিয়েছে শাহরুখ খানের ‘পাঠান’র রেকর্ড। এক দিনেই আয় করেছে ৬৩ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৮৩ কোটি ৪৯ লাখ টাকা।

সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। বাবা-ছেলের অসামান্য আবেগ-ভালোবাসায় সাজানো হয়েছে এর গল্প। আছে হিংস্রতাও। এতে আরও অভিনয় করেছেন অনিল কাপুর, ববি দেওল, শক্তি কাপুর, প্রেম চোপড়া এবং তৃপ্তি দিমরি।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top