মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

হলিউডে পা রাখলেন জ্যাকলিন ফার্নান্দেজ

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২১, ২৩:১৬

শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকলিন ফার্নান্দেজ

এবার বলিউডের পর হলিউডে নাম লেখালেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকলিন ফার্নান্দেজ। সম্প্রতিই ‘উইমেনস স্টোরিস’ নামে একটি অ্যান্থলজি সিনেমায় দেখা যাবে জ্যাকলিনকে।

জানা গেছে, বিশ্বের বিভিন্ন প্রান্তের ৬জন নারী পরিচালক এই সিনেমা পরিচালনা করবেন। জ্যাকলিনের অংশটির নাম ‘শেয়ারিং অ্যা রাইড’। এটি পরিচালনা করবেন ‘পার্চড’ সিনেমাখ্যাত লীনা যাদব। রূপান্তকরকামী মডেল অঞ্জলি লামাকেও এতে দেখা যাবে।

অলাভজনক দাতব্য সংস্থা ‘উই ডু ইট টুগেদার’ ও ইরভোলিনো এন্টারটেইনমেন্টের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে ‘উইমেনস স্টোরিজ’। লীনা যাদব ছাড়াও মারিয়া সোল টোগনাজ্জি, লুসিয়া পুয়েনজো, ক্যাথরিন হার্ডউইক নারীর জীবনের বিভিন্ন দিক নিয়ে এই সিনেমা পরিচালনার দায়িত্বে থাকবেন।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top