বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৯ আশ্বিন ১৪৩২

অমৃতাকে কি উপদেশ দিতেন শাহরুখ খান

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০১

ছবি: সংগৃহীত

ফারাহ খান পরিচালিত প্রথম সিনেমা ‘ম্যাঁয় হুঁ না’ তে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছিলেন অমৃতা রাও। সেই ছবির শুটিং সেটেই শাহরুখের দেওয়া এক উপদেশ তার জীবন বদলে দিয়েছিল বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

প্রায় ২০ বছর আগের সেই স্মৃতি এখনও মনে রেখেছেন অমৃতা। শুটিংয়ের ফাঁকে কয়েকদিনের বিরতিতে অন্য একটি ছবির কাজ করছিলেন শাহরুখ। সে সময় অমৃতা ও তার মাকে বিশেষভাবে ডেকে পাঠান তিনি। মায়ের সামনেই কন্যার প্রশংসা করে শাহরুখ বলেছিলেন, অমৃতার মধ্যে তারকা হয়ে ওঠার ক্ষমতা রয়েছে।

অমৃতা রাও জানান, শাহরুখ তাকে উপদেশ দিয়েছিলেন— “২০০টা ছবির প্রস্তাব আসবে, কিন্তু তার থেকে বেছে মাত্র দু’টো করতে হবে। আর সেই ছবিগুলোর মধ্যে অন্তত একটি এমন হতে হবে, যা দেখার জন্য দর্শক বসে থাকবে।”

অভিনেত্রীর ভাষায়, শাহরুখের দেওয়া এই উপদেশই তার ক্যারিয়ার বেছে নেওয়ার ক্ষেত্রে পথপ্রদর্শক হয়ে ওঠে। “আমি আজও ছবি সাইন করার আগে সেটাই মাথায় রাখি। হয়তো সেই কারণেই আমি এত বেছে কাজ করি,” বলেন অমৃতা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top