কোক স্টুডিও'র 'মহা জাদুতে' হাবিব ওয়াহিদ
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১০

কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের গানগুলো দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এবার দেশের প্রখ্যাত সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ যুক্ত হয়েছেন তাজিকিস্তানের গায়িকা মেহেরনিগরি রুস্তমের সঙ্গে নতুন ফিউশন গানে।
মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আসা গানটির নাম ‘মহা জাদু’, যা হাবিব ওয়াহিদের ২০০৬ সালের জনপ্রিয় অ্যালবাম ‘শোনো’ থেকে নেওয়া হয়েছে। কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) গানটি মুক্তি পাবে।
মুক্তির আগে ইউটিউব চ্যানেলে একটি ১৩ সেকেন্ডের টিজার ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, “মহা যাদু এনেছে ভালোবাসার এক নতুন বিট! বাংলা আর ফারসির মিষ্টি ছন্দে, হাবিব ওয়াহিদ ও মেহেরনিগরি রুস্তমের কণ্ঠে অনুভব করুন এক অদ্ভুত জাদুর জগৎ।
দর্শকরা এই নতুন ফিউশন গানটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, যেখানে বাংলার সুর আর ফারসির মধুর ছন্দ একসঙ্গে মিলে নতুন ধারা সৃষ্টি করবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।