শাকিবের পথেই কি বুবলী?

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২১

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সেখানে দীর্ঘদিন ধরেই তিনি ছেলে বীরকে নিয়ে আছেন। অন্যদিকে, ঢালিউড কিং শাকিব খানও প্রায় মাসখানেক যুক্তরাষ্ট্রে ছিলেন। দেশে ফিরলেও এবার আর এয়ারপোর্টে তাকে রিসিভ করতে দেখা যায়নি কাউকে। ফলে অনেকের মনেই প্রশ্ন উঠেছে, সত্যিই কি তিনি দেশে ফিরেছেন?

শাকিব খান একসময় প্রকাশ্যে দাবি করেছিলেন, বুবলীকে তিনি তালাক দিয়েছেন। তবে বুবলী সবসময়ই বলেছেন, শাকিবের সঙ্গে তার সম্পর্ক ভালোই আছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে তাদের একসঙ্গে অবস্থানই যেন প্রমাণ করছে, ছেলে বীরের ভবিষ্যতের কথা ভেবেই অন্তত এখন তারা একসঙ্গে আছেন।

জানা গেছে, মূলত আমেরিকার গ্রিনকার্ড পাওয়ার বিষয়েই শাকিব-বুবলীর এই পুনর্মিলন। অনেক আগেই গ্রিনকার্ড পেয়েছেন শাকিব খান। এবার বুবলীও সন্তানসহ সেখানে স্থায়ী আবাসের জন্য আবেদন করেছেন। নিয়ম অনুযায়ী গ্রিনকার্ড পেতে তাদের কয়েক মাস যুক্তরাষ্ট্রে অবস্থান করতে হবে। এই প্রক্রিয়ার কারণেই তারা বর্তমানে একসঙ্গে রয়েছেন বলে জানা গেছে।

বুবলী অভিনয় থেকে খানিকটা দূরে থাকলেও নিয়মিত সোশ্যাল মিডিয়ায় ছেলেকে নিয়ে ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করছেন। মা-ছেলের খুনসুটির ভিডিওগুলো অনেক সময় শাকিব নিজেই ধারণ করছেন বলে জানা গেছে।

তবে এ প্রসঙ্গে শবনম বুবলী আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top