তাহসানকে নিয়ে মুখ খুললেন মিথিলা।
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৭

সম্প্রতি পিএইচডি ডিগ্রি অর্জন করা অভিনেত্রী ও সমাজকর্মী ড. রাফিয়াত রশিদ মিথিলা মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর ৯ম পর্বে অতিথি হিসেবে আসছেন। এই পর্বটি প্রচার হবে ২৭ সেপ্টেম্বর শনিবার রাত ৯টায়, মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ।
রুম্মান রশীদ খানের সঞ্চালনায় মিথিলা এই বিশেষ পডকাস্টে তার একাডেমিক ও পেশাগত জীবন, সমালোচনা ও বুলিং সামাল দেওয়ার কৌশল, ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে সংসার, এবং মেয়ে আয়রা সম্পর্কের খোলামেলা আলাপ করেছেন। এছাড়া তিনি প্রাক্তন স্বামী তাহসান খান-কে কেন্দ্র করে কিছু অকপট মন্তব্যও করেছেন।
মিথিলা জানিয়েছেন, তিনি রোজা আহমেদকে বিয়ে করার পর তাহসানকে অভিনন্দন জানিয়েছিলেন, ঠিক একইভাবে সৃজিতকে বিয়ে করার পর তাকেও অভিনন্দন জানিয়েছিলেন তাহসান।
অন্যদিকে, সম্প্রতি তাহসান খান ঘোষণা দিয়েছেন ধীরে ধীরে সংগীত ক্যারিয়ার থেকে সরে দাঁড়াবেন, যা ভক্তদের মধ্যে নস্টালজিয়া এবং আলোচনা সৃষ্টি করেছে। মিথিলার একাডেমিক, পারিবারিক ও সামাজিক সাফল্যের সঙ্গে তাহসানের এই সিদ্ধান্ত আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।