বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

ছেলের জন্মদিনে এক হয়েছেন শাকিব-অপু

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৯

ছবি: সংগৃহীত

ঢালিউড কিং শাকিব খান ও কুইন অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয় ১০ বছরে পা দিয়েছে। ছেলের জন্মদিন উপলক্ষে মা–বাবা দুজনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের প্রতি ভালোবাসা জানিয়ে পোস্ট দিয়েছেন। এবার ছেলের জন্মদিন উপলক্ষে একসঙ্গে দেখা গেল এই সাবেক তারকা দম্পতিকে।

‎ফেসবুকে অপু-শাকিবের ছেলে আব্রাম খান জয়ের আইডি থেকে কিছু ছবি শেয়ার করা হয়েছে যেখানে দেখা মিলেছে অপু-শাকিবের। ছবিতে দেখা যায়, বাবার কোলে বসে আছেন জয়। সামনে জন্মদিনের কেক। অপুও রয়েছেন সেখানে। উপস্থিত ছিলেন পরিবারের অন্যান্য সদস্যরাও।ছবিগুলো শেয়ার করতেই দ্রুত ভাইরাল হয়ে যায়। ছবির ক্যাপশনে লেখা হয়, ধন্যবাদ বাবা ও মা। ভালোবাসি আমার পরিবারকে।


‎জয়ের জন্মদিন উপলক্ষে আবারও একফ্রেমে অপু-শাকিবকে দেখে উচ্ছ্বসিত ভক্ত অনুরাগীরা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top