'সাবা' আমন্ত্রণ পায়নি,ক্ষোভ প্রকাশ করলেন রাজিব
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৬
বাংলাদেশের বহুল আলোচিত সিনেমা ‘সাবা’, যা আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছে, এবার অস্কারের সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পায়নি। এর পরিবর্তে বাংলাদেশ থেকে অস্কারে পাঠানো হচ্ছে লিসা গাজী পরিচালিত ‘বাড়ির নাম শাহানা’।
এ সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন ‘সাবা’র অভিনেত্রী মেহজাবীনের স্বামী ও নির্মাতা আদনান আল রাজীব। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন,
“একটি চলচ্চিত্র যখন টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ও অন্যান্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আসরে স্বীকৃতি পায়, আর বাংলাদেশের অস্কার কমিটি তাকে গুরুত্ব দেয় না, তখন তা হতাশাজনক। ‘বাড়ির নাম শাহানা’ সুন্দর চলচ্চিত্র হতে পারে, কিন্তু যদি লক্ষ্য হয় অস্কারে দেশের প্রতিনিধিত্বকে শক্তিশালী করা, তবে ‘সাবা’ নিঃসন্দেহে আরও শক্তিশালী নাম।”
প্রসঙ্গত, মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আলোচনায় এসেছে। অন্যদিকে, লিসা গাজীর ‘বাড়ির নাম শাহানা’ বাংলাদেশ থেকে ৯৭তম অস্কারের সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে অফিসিয়াল এন্ট্রি হিসেবে মনোনীত হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।