দেবীর আরাধনায় বলিউড অভিনেত্রী রানী মুখার্জি ও কাজল
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩২
শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠী তিথিতে মুম্বাইয়ের নর্থ বম্বে সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে হাজির হন বলিউডের দুই জনপ্রিয় নায়িকা কাজল ও রানি মুখার্জি। প্রতি বছরই মুখার্জি পরিবারের দুর্গাপূজায় অংশ নেন তারা।
এবারের পূজায় কাজল পরেছিলেন রূপালি রঙের শাড়ি ও লাল রঙের ব্লাউজ, যা রূপালি সুতা ও স্টোনের জারদৌসি কাজে সজ্জিত। অন্যদিকে, রানি মুখার্জি পরেছিলেন সাদা জমিনে নীল ও লাল রঙের চওড়া পাড়ের জামদানি শাড়ি।
দেবীর আরাধনা শেষে দুই অভিনেত্রী আমন্ত্রিত অতিথিদের সঙ্গে সৌজন্য ও খোশগল্পে মেতে ওঠেন।
শারদীয় উৎসবের আনন্দে মুম্বাইয়ের এই মণ্ডপও আলোকিত হয়ে ওঠে বলিউডের এই দুই তারকার উপস্থিতিতে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।