‘বেলুচিস্তান’ মন্তব্যের কারণে তোপের মুখে সালমান খান
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ১৯:৩৪

সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত জয় ফোরাম ২০২৫-এ এক নজিরবিহীন দৃশ্যের সাক্ষী হলেন দর্শকরা। প্রথমবারের মতো একই মঞ্চে হাজির ছিলেন বলিউডের তিন খান—শাহরুখ খান, সালমান খান এবং আমির খান। দর্শকদের মুখরতা আর তারকাদের খোলামেলা আড্ডা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।
তবে পুরো আয়োজনে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেন সালমান খান, বিশেষ করে তার একটি বক্তব্যকে কেন্দ্র করে। ভারতীয় সিনেমার আন্তর্জাতিক বিস্তার ও বৈচিত্র্যময় দর্শক সমাজ নিয়ে কথা বলতে গিয়ে সালমান বলেন,
“এই মুহূর্তে যদি সৌদি আরবে কোনো হিন্দি সিনেমা রিলিজ করা হয়, সেটি সুপারহিট হবে। আর যদি তামিল, তেলেগু বা মালায়ালাম ছবি তৈরি করা হয়, তা শত কোটির ব্যবসা করবে,কারণ এখানে বহু দেশের মানুষ কাজ করছেন। এখানে আছে বেলুচিস্তানের মানুষ, আফগানিস্তানের মানুষ, পাকিস্তানের মানুষ। সবাই এখানে কাজ করছেন।”
এই বক্তব্যের ভিডিও ক্লিপ দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং শুরু হয় বিতর্ক। নেটিজেনদের একাংশ প্রশ্ন তোলেন—সালমান খান কি ভুল করে ‘বেলুচিস্তান’কে একটি স্বাধীন দেশ হিসেবে উল্লেখ করেছেন?
তারা মনে করিয়ে দেন, বেলুচিস্তান একটি স্বাধীন রাষ্ট্র নয়, বরং পাকিস্তানের একটি প্রদেশ। ফলে সালমান খানের বক্তব্যে রয়েছে স্পষ্ট ভৌগোলিক বিভ্রান্তি।
অন্যদিকে, অনেক ভক্ত ও সমর্থক দাবি করছেন, সালমানের বক্তব্যকে অতিরঞ্জিত করে ব্যাখ্যা করা হচ্ছে। তারা বলছেন, তিনি কেবল সৌদি আরবে কাজ করা বিভিন্ন জাতিগোষ্ঠী ও অঞ্চল থেকে আগত মানুষদের কথা উল্লেখ করেছেন, এবং বেলুচিস্তানের মানুষ বলতে সেই অঞ্চলের প্রবাসীদের বোঝাতে চেয়েছেন।
এখনও পর্যন্ত সালমান খান বা তার প্রতিনিধি পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। তবে বিতর্কিত মন্তব্যটি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে ভারতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমেও।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।