সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

অজয়ের ভয়ংকর অভিজ্ঞতা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১২:৪৭

সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অ্যাকশন হিরো অজয় দেবগন সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রকাশ করলেন জীবনের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। তার চোখে ফিরে এসেছে বহু বছর আগের সেই মুহূর্ত, যখন স্কাই ডাইভিংয়ের প্রশিক্ষণ চলাকালীন এক সহপ্রশিক্ষকের মৃত্যু ঘটে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ‘দে দে পেয়ার দে টু’ ছবির প্রচারণার সময় এক আলাপচারিতায় অজয় দেবগন জানান, যুক্তরাষ্ট্রে স্কাই ডাইভিংয়ের প্রশিক্ষণ নেওয়ার সময় একটি ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী হয়েছিলেন। তিনি বলেন, “আমি দেখি, একজন বিমান থেকে ঝাঁপ দিয়েছেন ঠিকই, কিন্তু তার প্যারাশুট আর খোলেনি। সেই ব্যক্তির পরই স্কাই ডাইভিংয়ের জন্য আমার পালা ছিল।”

সাক্ষাৎকারে অজয় আরও উল্লেখ করেন, হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওও একবার স্কাই ডাইভিংয়ে বিপদে পড়েছিলেন, যখন তার প্যারাশুট ঠিকমতো খুলছিল না। সেই সময় তার প্রশিক্ষক ঝাঁপ দিয়ে তাকে বাঁচিয়েছিলেন।

অজয়ের সহঅভিনেতা আর মাধবন জানান, ছবিতে অজয় বিনা প্রস্তুতিতে বিমান থেকে স্কাই ডাইভিং করেছেন, যা তার নির্ভীক সত্তার প্রমাণ। তবে বাস্তবের অভিজ্ঞতা তার জন্য অত্যন্ত মানসিক চাপ সৃষ্টি করেছিল।

অজয়ের বাবা বীরু দেবগন বলিউডে অ্যাকশন দৃশ্য পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। তাই সিনেমার জন্য অ্যাকশন দৃশ্য করা তার কাছে সহজ হলেও, বাস্তবের স্কাই ডাইভিংয়ের স্মৃতি এখনও অজয়ের কাছে ভয়ঙ্কর।

বর্তমানে অজয় দেবগন ‘দে দে পেয়ার দে টু’ প্রচারণার পাশাপাশি আসন্ন ছবি ‘দৃশ্যম থ্রি’–এর শুটিং নিয়েও ব্যস্ত।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top