ঐতিহাসিক রায় পড়া চলছে: ৪৫৩ পাতার রায় ৬ ভাগে ঘোষণা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১৪:০৩
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় পড়া শুরু হয়েছে। দুপুর সাড়ে ১২টার পর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেল রায় পড়া শুরু করেন। এই রায় ৪৫৩ পৃষ্ঠার এবং ছয় ভাগে ঘোষণা করা হবে।
বিচারক প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী। এই মুহূর্তে সবার দৃষ্টি আদালতের দিকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর এজলাস থেকে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন।
এই মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। পলাতক রয়েছেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।